Site icon Jamuna Television

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বিশ্ব সুন্নী আন্দোলনের শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নী আন্দোলন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।

তিনি বলেন, প্রিয়নবীর বন্ধন ও পথ ছাড়া মানবজীবন মিথ্যা। অভিযোগ করেন— বর্তমানে আসল ইসলাম বিপন্ন ও অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেয়ার ধর্ম নয় এবং ইসলামে জোর জবরদস্তি নিষিদ্ধ। এসময় মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন তিনি।

ঈদে মিলাদুন্নবীকে তিনি শুধু আনুষ্ঠানিকতা হিসেবে পালনের সমালোচনা করেন। বলেন, এমন গতানুগতিক উদযাপন মুক্তি আনে না, বরং ধ্বংস ডেকে আনে।

পরে প্রেসক্লাব থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত শোভাযাত্রা করেন তারা।

/এমএইচআর

Exit mobile version