বেনাপোল প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ধরণের ছুটিতে দীর্ঘসূত্রতার কারণে পণ্যের খরচ ও পরিবহন ব্যয় বেড়ে যায়, যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২ হাজার ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়। সরকারি ছুটি বা বিশেষ কারণে কার্যক্রম বন্ধ থাকলে বিপুল পরিমাণ রাজস্ব আদায় ব্যাহত হয়। ব্যবসায়ীদের দাবি, ছুটির দিনগুলোতে অন্তত সীমিত আকারে হলেও বন্দরের কার্যক্রম চালু রাখলে অর্থনীতি ও বাণিজ্য উভয়ই উপকৃত হবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আজ সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বন্দরে পণ্য খালাস শেষে ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় বাণিজ্য চালু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, বারবার এভাবে হঠাৎ ছুটি হলে আমদানিকারক ও রপ্তানিকারক উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হন। আমদানিকৃত নিত্যপণ্য ও কাঁচামাল সময়মতো না পৌঁছালে শিল্প-কারখানা উৎপাদনেও প্রভাব পড়ে।
অন্যদিকে, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, বন্দরে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ-ভারত দুই দেশের নাগরিকরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।
/এটিএম

