Site icon Jamuna Television

নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে জামায়াত। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতি এই নিন্দা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, নিজেকে ‘ইমাম মাহদী’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মরদেহ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; জীবদ্দশায় যা কিছু করেছেন সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন তিনি। কিন্তু এভাবে মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানাচ্ছে জামায়াত।

এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড দলটি বরদাশত করে না। তাই এ ঘটনার সাথে জামায়াতের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইন নিজের হাতে তুলে নেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। তাছাড়া, সমাজ ও রাষ্ট্রে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

/আরএইচ

Exit mobile version