Site icon Jamuna Television

বারিধারা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনো কাণ্ডে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সেলিম প্রধান, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান, সাইমুম ইসলাম।

অভিযানে ৭টি সীসা স্ট্যান্ড, ৫টি সীসার পাইপ, ৫টি সীসার প্যাকেট, ৫টি সীসার প্লাস্টিকের কৌটাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। এরইমধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানায়, অবৈধ মাদক সীসা বিক্রি হচ্ছে এমন খবরে বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত নেক্সাস ক্যাফে প্যালেসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে।

/আরএইচ

Exit mobile version