Site icon Jamuna Television

ডিসেম্বরে ভোট চাওয়া অনেকেই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ

যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি করেছে, তাদের অনেকেই এখন নির্বাচন চাচ্ছে না কিংবা ভোট পেছানোর নানা ষড়যন্ত্রে লিপ্ত এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকরি বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজধানীতে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেয়া যাবে না।

গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি– সবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার সুষ্ঠু ও সুন্দর আয়োজন নির্বাচন আয়োজন করা যাবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

/এমএন

Exit mobile version