Site icon Jamuna Television

পার্বত্য জেলাগুলোতেও নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

পার্বত্য জেলাগুলোতেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) কক্সবাজারের আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে জশনে জুলুসের র‍্যালি হয়।

র‍্যালি ঘুরে শহরের তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম মাদরাসা প্রাঙ্গনে ফিরে এসে হামদ, মিলাদ ও মোনাজাত হয়। এসময় রাসূল (স.) এর দেখানো পথে জীবন পরিচালিত করার তাগিদ দেন বক্তারা। এছাড়া কুতুবদিয়া কুতুব শরীফ দরবার, মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকায় জসনে জুলুস হয়। 

বান্দরবানেও জশনে জুলুসের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখা এসব আয়োজন করে।

এদিন জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় আলোচনা সভা ও ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়িতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুস হয়েছে। সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জুলুস বেরা করা হয়। ধর্মপ্রাণ বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন।

হয়রত মুহাম্মদ (সা.) উদ্দেশ্যে দরূদ, নানা স্লোগান উচ্চারিত কণ্ঠে মুখরিত হয়ে ওঠে জুলুস। পরে সেখানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

/এমএইচ

Exit mobile version