Site icon Jamuna Television

মাদক মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে

অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে গ্রেফতার ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

সেলিম প্রধান ছাড়াও বাকি ৮ আসামি হলেন, রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান, সাইমুম ইসলাম।

শনিবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. হাবিবর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, আজ শনিবার ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে ৭টি সীসা স্ট্যান্ড, ৫টি সীসার পাইপ, ৫টি সীসার প্যাকেট, ৫টি সীসার প্লাস্টিকের কৌটাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে অবৈধ মাদক সীসা বিক্রি হচ্ছে এমন খবরে বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত নেক্সাস ক্যাফে প্যালেসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন।

/এমএইচ

Exit mobile version