Site icon Jamuna Television

জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির

শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য উঠে আসে হিন্দুস্থান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে।

এতে জানা যায়, গতকাল শুক্রবার অধিবেশনের বক্তাদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন এ তালিকা অনুযায়ী মোদির পরিবর্তে সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

যদিও আগের তালিকায় ২৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিল। তবে এই তালিকাই চূড়ান্ত নয়। যেকোনো সময় এটিতে পরিবর্তন আসতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।

/এএইচএম

Exit mobile version