রাজনীতিকে ব্যবসার হাতিয়ার করা যাবে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান: ব্যারিস্টার নওশাদ জমির

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। সেইসাথে এ ধরনের প্রচেষ্টা রুখে দেয়ার আহ্বানও জানান তিনি।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, রাজনীতি সেবার জায়গা, ব্যবসার নয়। রাজনীতির মাধ্যমে আপনি ব্যবসা করবেন সেটা হবে না। আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা করেন অসুবিধা নেই। তবে রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। এটা বিএনপি বা শহীদ জিয়ার রাজনীতি না। আমাদের দলের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য যা যা করা দরকার, আপনারা শুধু তাই করবেন।

শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি সঠিক শিক্ষাব্যবস্থার জন্য শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। এ সময়, বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের সকল সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply