চবিতে প্রশাসনিক ভবনে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লিখে শিক্ষার্থীদের প্রতিবাদ

|

চট্টগ্রাম ব্যুরো:

দুর্নীতির অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লিখে প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবাদ জানানো শিক্ষার্থীদের ভাষ্য, আজ প্রশাসনিক ভবনে নিয়োগ বাণিজ্য হয়েছে বলে তারা জেনেছেন। আর একজন রাজনৈতিক নেতা নিজেকে বিশ্ববিদ্যালয়ের জমিদার বলেছেন। এজন্য তারা ড. এ আর মল্লিক ভবনের (প্রশাসনিক ভবন) নাম মুছে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লিখে দিয়েছেন।

এদিকে, গত বৃহস্পতিবার জোবরা গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় হাটহাজারী উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মালিক, আমরা জমিদার। জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা কি আমরা মেনে নিতে পারি? কখনো না। আমরা অতীতেও মেনে নেইনি, সামনেও মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের বুকের ওপর। আমরা হচ্ছি এই জায়গার মালিক। এ জন্য আমরা অন্যায় কিছু মেনে নেব না। আমাদেরকে সম্মান করতে হবে। সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরা করে দেবো, বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, তাহলে আমরা জনগণকে নিয়ে যেটা করা দরকার সেটা ইনশাআল্লাহ আমরা সামনে করব।’

শুক্রবার রাতে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

তারও আগে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনাকে ইঙ্গিত করে জামায়াত নেতা এমন বক্তব্য দিয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply