Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন: ৮ ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বেড়ে ৮১০

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ৮টি ভোটকেন্দ্রে আরও ১০০টি বুথ বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর ফলে মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৮১০টি।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

এতে বলা হয়, ডাকসুর ৮টি ভোটকেন্দ্রে সর্বশেষ বুথের সংখ্যা ৮১০টি। নির্বাচনে সকল ভোটার উপস্থিত হলে এবং একজন ভোট দিতে ১০ মিনিট সময় নিলেও বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে ভোট সম্পন্ন হওয়া সম্ভব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের দিন বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো সকল ভোটার ভোট দিতে পারবেন। নির্বাচনের দিন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেয়ার জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাসও চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধও জানানো হয়।

আজ রোববার ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শিক্ষার্থীদেরকে সেখানে যোগ দেয়ার অনুরোধও জানায় নির্বাচন কমিশন।

এর আগে, ৮ ভোটকেন্দ্রে ২১০টি বুথ বাড়িয়েছিল নির্বাচন কমিশন। তাতে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছিল ৭১০টি। এবার আরও ১০০টি বুথ বাড়ানো হলো।

/আরএইচ

Exit mobile version