Site icon Jamuna Television

জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জন (আ ফ ম কামালউদ্দিন হল) ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হয়েছে। ফলে ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

জাকসুর গঠনতন্ত্রের ৪ ধারায় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত ও বৈধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-সংসদের সদস্য বলে গণ্য হবেন। কেবল তারাই ভোটার বলে বিবেচিত হবেন এবং শিক্ষার্থী সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। শর্ত হলো, বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর এবং/অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) বছর ধরে অধ্যয়ন করছেন তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

তবে ফার্মেসি বিভাগের স্নাতক (সম্মান) কোর্সের মেয়াদ ৫ বছর হওয়ায় শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণিতে (৫+২) ৭ বছর যাবৎ এবং চারুকলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণির মেয়াদ ১.৫ বছর হওয়ায় তাদের (২+১) ৩ বছর যাবৎ অধ্যয়নের অনুমতি রয়েছে। সে কারণে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) শ্রেণিতে ৭ বছর এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীরা স্নাতকোত্তর শ্রেণিতে ৩ বছর মেয়াদ পাবে।

/আরএইচ

Exit mobile version