Site icon Jamuna Television

যুক্তরাজ্যের লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ থেকে ৪ শতাধিক গ্রেফতার

নিষিদ্ধ ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। গণআটকের শিকার ৪ শতাধিক মানুষ। শনিবার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের বাইরে জড়ো হয় প্রায় দেড় হাজার মানুষ।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সমাবেশ। মূলত, ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি ক্যাম্পেইন গ্রুপের আহবানে সাড়া দিয়ে শনিবার লন্ডনের রাজপথে নামে শত শত মানুষ।

পার্লামেন্ট স্কয়ারে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। ইসরায়েলের পক্ষে ব্রিটিশ সরকারের ভূমিকার সমালোচনা করে তারা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতেও স্লোগানে মুখরিত হয় এলাকাটি।

শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎই বাধা দেয় নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীদের সাথে তীব্র বাকবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে পানি, প্লাস্টিকের বোতল ছোড়ে বিক্ষুব্ধরা। শুরু হয় পুলিশের লাঠিপেটা-ধরপাকড়। রেহাই পায়নি বয়স্ক এমনকি প্রতিবন্ধিরাও।

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গত জুলাইয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয় প্যালেস্টাইন অ্যাকশনকে। অভিযোগ- রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে, দু’টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেছে তারা। সম্প্রতি নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে আদালতের অনুমোদন পেয়েছে সংগঠনটি।

সূত্র: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন।

/এআই

Exit mobile version