Site icon Jamuna Television

বাস চাপায় দুই গার্মেন্টস কর্মী নিহত: রাস্তা অবরোধ-ভাঙচুর

রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে গার্মেন্টস শ্রমিকরা। এসময় প্রায় অর্ধশত যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের অবরোধে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মালিবাগের আবুল হোটেলের সামনে যাত্রীবাহী বাসচাপায় নাহিদ পারভিন ও মিম নামে দু’জন নিহত হন। তারা স্থানীয় ‘এমএইচ ফ্যাশন’ নামে একটি গার্মেন্টসের কর্মী। নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

এদিকে দুই শ্রমিকের মৃত্যুর সংবাদ শুনে বিকালে এমএইচ গার্মেন্টসের শ্রমিকদের নেতৃত্বে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আশপাশে থাকা বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরাও এই বিক্ষোভে অংশ নেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিম মারা যায়। পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুব্রত কুমার দে বলেন, তিনি পারভিনকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তরুণী দুজনের লাশ মর্গে রাখা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যাচ্ছিল না। পরে তাদের সহকর্মীরা এসে লাশ শনাক্ত করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় সুপ্রভাত বাসের চালক ও বাসটি আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Exit mobile version