Site icon Jamuna Television

এশিয়া কাপ খেলতে আরব আমিরাতের পথে টাইগারদের প্রথম বহর

এশিয়া কাপ খেলতে প্রথম বহরে অধিনায়ক লিটন দাসসহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
অধিনায়ক লিটনসহ প্রথম ভাগে দেশ ছেড়েছেন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে এশিয়া কাপে খেলার উদ্দেশে টাইগারদের প্রথম বহর ঢাকা ত্যাগ করে।

দ্বিতীয় গ্রুপটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত যাত্রা করবে। এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই এবং অনুশীলন। 

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। টানা তিনটি টি-২০ সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের। 

/এমএইচ

Exit mobile version