Site icon Jamuna Television

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সুইডেন ও ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সুইডেন ও ফ্রান্সে হাজারো মানুষ করেছেন। এছাড়াও লন্ডন ও মরক্কো চলছে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভ।

সুইডেনের স্টকহোমে একটি বেসরকারি সংস্থার আহ্বানে শত শত মানুষ ওডেনপ্লান স্কয়ারে জড়ো হন। এ সময় বিক্ষোভকারীরা দাবি জানান, সুইডিশ সরকার যেন অবিলম্বে পদক্ষেপ নিয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধ করে।

অন্যদিকে, ফ্রান্সের প্যারিসে হাজারো বিক্ষোভকারী রিপাবলিক স্কয়ারে সমবেত হয়ে ফিলিস্তিনি পতাকা হাতে নেন এবং গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version