ভেনিস চলচ্চিত্র উৎসবে ২য় পুরস্কার জিতলো দ্য ভয়েস অব হিন্দ রজব

|

গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালে পাঁচ বছরের ফিলিস্তিনি কন্যাশিশু হিন্দ রজবকে হত্যার মর্মস্পর্শী কাহিনি নিয়ে নির্মিত ড্রামা ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘সিলভার লায়ন’ পুরস্কার পেয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ফরাসি-তিউনিসীয় নির্মাতা কাওথের বেন হানিয়ার চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, প্রথম পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনধারার পরিচালক জিম জারমুশের সিনেমা ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’।

চলচ্চিত্রটি হিন্দ রজবের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যাকে গত বছর গাজা শহর ইসরায়েলি বাহিনী হত্যা করে।ফিল্মে ব্যবহার করা হয়েছে রজবের নিজস্ব কণ্ঠস্বর।

পুরস্কার গ্রহণ করতে গিয়ে নির্মাতা বেন হানিয়া বলেন, হিন্দ রজব কেবল একটি শিশুর গল্প নয় বরং গণহত্যার শিকার সমগ্র একটি জনগোষ্ঠীর প্রতীকী কণ্ঠস্বর।

তিনি বলেন, ‘সিনেমা হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, তার ওপর চালানো নৃশংসতাও মুছে ফেলতে পারবে না। তবে সিনেমা তার কণ্ঠস্বরকে ধরে রাখতে পারে, সীমান্ত পেরিয়ে ছড়িয়ে দিতে পারে। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকবে যতক্ষণ না প্রকৃত জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।’

সূত্র: আল জাজিরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply