বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী নয়: বাণিজ্য উপদেষ্টা

|

বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান এখনও যথেষ্ট শক্তিশালী নয়। এমনটা মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সংক্রান্ত সেমিনারে তিনি জানান, গুটি কয়েক রফতানি পণ্য নিয়ে দরকষাকষি করা বেশ কঠিন।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ এখনও বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনেক ডিমান্ড করার জায়গায় নেই। সমঝোতা পথে এগিয়ে যা্ওয়া প্রয়োজন।

এসময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যোগ্য ব্যক্তিদের সঠিক জায়গায় দিতে হবে। তারা নিজেরা কাজ ছেড়ে চলে গেলে বিপদ।

অর্থনীতিবিদ ড. আবদুর রাজ্জাক বলেন, এলডিসি উত্তরণের পর, বাণিজ্য সুবিধা এমনিতে পাওয়া যাবে না; আদায় করতে হবে। আগামীতে মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়া চলা কঠিন হয়ে পড়বে। এখন থেকেই এসব নিয়ে কাজ করা প্রয়োজন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply