Site icon Jamuna Television

বিসিসিআই নির্বাচনের তারিখ ঘোষণা

নতুন সভাপতি পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড— বিসিসিআই। শনিবার (৬ সেপ্টেম্বর) বোর্ডের বার্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালের দিন হতে যাচ্ছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

সব মিলিয়ে এই নির্বাচনই নির্ধারণ করবে আগামী তিন বছর ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব। যদিও ছয় মাসের মধ্যে আসতে পারে নতুন স্পোর্টস বিল, যা কার্যকর হলে আবারও নতুন নির্বাচনের ডাক দিতে হতে পারে বোর্ডকে।

২০২২ সাল থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার রজার বিনি। তবে তার বয়স ৭০ বছর পেরিয়ে যাওয়ায় বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী গত জুলাইতে দায়িত্ব ছাড়েন তিনি।

এখন রজারের জায়গায় সভাপতির দায়িত্ব পালন করছেন বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা। বোর্ডের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও ট্রেজারার পদের জন্য নির্বাচন হবে।

প্রসঙ্গত, এজিএমে আইপিএল ও নারীদের আইপিএলের গর্ভনিং কাউন্সিল গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

/এমএইচআর

Exit mobile version