Site icon Jamuna Television

‘ইসরায়েলের প্রতিরক্ষায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’

মার্কিন সেন্ট্রাল কমান্ডের নতুন প্রধান ব্র্যাড কুপার বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

শনিবার (৬ সেপ্টেম্বর) ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল ইয়াল জামিরের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন কুপার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেয়া পোস্টে তিনি জানান, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিরক্ষা ও শান্তি রক্ষায় ইসরায়েলের পাশে থাকার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন কুপার। আলোচনায় উঠে আসে ইরান ও ইয়েমেনের হুতি গোষ্ঠির প্রসঙ্গও।

উল্লেখ্য, চলতি বছর আগস্টে সেন্টকমের দায়িত্ব পান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

/এমএইচআর

Exit mobile version