Site icon Jamuna Television

এজলাসের ভেতরে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

সিএমএম আদালতের এজলাসের ভেতরে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম কে মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে, কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক নির্যাতনের ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে উপস্থিত সাংবাদিকরা বলেন, ম্যাজিস্ট্রেটের সামনে সাংবাদিক আক্রান্ত হলেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি। এ সময় দায়ী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি তোলা হয়। বলা হয়, তা-না হলে দুঃখজনক নজির স্থাপন হবে।

এদিকে ঘটনার পূর্ণ বিবরণ এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আবেদন করে ঢাকার আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছেন হামলার শিকার সাংবাদিক আসিফ। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৪টায় এ সংক্রান্ত শুনানির জন্য ডাকা হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে সাংবাদিক পান্নার জামানি শুনানি চলছিলো। সেখানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত থাকা সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর ম্যাজিস্ট্রেটের সামনে হামলার ঘটনা ঘটে। আইনজীবীদের দ্বারা সংঘটিত এ হামলায় সিয়াম আহত হন।

/এএস

Exit mobile version