Site icon Jamuna Television

পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না: প্রেস সচিব

ফাইল ছবি।

পূর্বনির্ধারিত তথা ঘোষিত সময় অনুযায়ীই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় ডাকসু নির্বাচন যেন উৎসবমুখর হয়— সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না; সেই প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ীতে শান্তিপূর্ণ বিক্ষোভ করার কথা ছিল। এ ন্যাক্কারজনক ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। ইতোমধ্যেই ৭ জন আটক করেছে পুলিশ।

তিনি বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল দমানোসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

/এমএইচআর

Exit mobile version