Site icon Jamuna Television

যারা নিজের জনপ্রিয়তা নিয়ে শঙ্কিত তারাই বলছে ভোট ইঞ্জিনিয়ারিং হবে: হামীম

যারা নির্বাচনে নিজের জনপ্রিয়তা ও ভোট পাওয়া নিয়ে শঙ্কিত তারাই বলছে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তারাই ভয়-ভীতি সঞ্চার করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ডাকসু নিয়ে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘ডাকসু- দ্য স্টুডেন্ট ভয়েস’-এ এ কথা বলেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

এ সময় আলোচকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, এত পরিমান সংশয় রেখে কেন এই নির্বাচন করা হচ্ছে। আপনাদের কাছে যদি মনে হয় নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে তাহলে আমরা কেন একসাথে প্রতিবাদ করলাম না।

তিনি আরও বলেন, আর মাত্র একদিন পর নির্বাচন। এর পূর্বে শিক্ষার্থীদের ভেতর আর শঙ্কা তৈরি করা উচিত হবে না। এ সময়, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ডাকসুর আমেজ উপভোগ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

শেখ তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন, আমরা শুনছি যে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন চলছে। আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টা একটি নির্ধারিত দলের ভিপি প্রার্থীকে প্রায়োরিটাইজ করছে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে একজন উপদেষ্টা একজনের পক্ষে প্রচারে নেমেছে। আবার যখন শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে তখন তিনি তার ফেসবুক পোস্ট ডিলিট করেন। আবার আমরা দেখলাম সাবেক একজন উপদেষ্টাও নির্দিষ্ট একটি গোষ্ঠীর প্রচারে নেমে গেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যারা আছে তারা নির্দিষ্ট মানুষের পক্ষে প্রকাশ্যে নামলেও আমি শিক্ষার্থীদের শঙ্কিত করতে চাই না। নিশ্চয়ই আপনাদের উপস্থিতি পরিস্থিতি বদলে দেবে।

/এএইচএম

Exit mobile version