Site icon Jamuna Television

ডাকসু ও হল সংসদ নির্বাচন: ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৭ সেপ্টেম্বর) চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশের সময় ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল এবং তরল জাতীয় কোনো পদার্থ সঙ্গে আনতে পারবেন না।

নির্বাচনী শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

/এএইচএম

Exit mobile version