Site icon Jamuna Television

হামাসকে ‘শেষ বারের মতো’ সতর্ক করলেন ট্রাম্প

গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তি দেয়ার জন্য ফিলিস্তিনের স্বশস্ত্রগোষ্ঠী হামাসকে শেষবারের মতো হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার হামাসকে সতর্ক করে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, এরইমাঝে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার দেয়া প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। এবার হামাস এ প্রস্তাব মেনে না নিলে তার পরিণতি হবে ভয়াবহ।

তিনি পোস্টে আরও বলেন, এ বিষয়ে এরপর আর সতর্ক করা হবে না হামাসকে। এদিকে, বিবৃতিতে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। সংঘাত বন্ধে যেকোনো পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানায় স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

/এটিএম

Exit mobile version