Site icon Jamuna Television

সিনারকে হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত মেগা ফাইনালে প্রতিপক্ষকে ৬-২, ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেলেন এই স্প্যানিশ তারকা।

এদিন, ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি কারণে নিরাপত্তা ম্যাচ শুরু করতে দেরি হয়েছে বেশ কিছুক্ষণ। যে কারণে বেগ পেতে হয় খেলা দেখতে আসা দর্শকদের। তবে আলকারাজের শৈল্পিক টেনিস ভুলিয়ে দিল সকল অব্যবস্থাপনা।

উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছেই আলকারাজ হেরেছিলেন মাস দুয়েক আগে। সেই প্রতিশোধ নিয়ে থামিয়ে দিলেন হার্ড কোর্ট গ্র্যান্ড স্লামে সিনারের টানা ২৭ ম্যাচের জয়যাত্রা।

উল্লেখ্য, দুজনের সবশেষ সাত লড়াইয়ের ছয়টিতেই জিতলেন এই স্প্যানিশ তারকা।

/এমএইচআর

Exit mobile version