Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। বুধবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়ছে সাধারণ মানুষ।

এই শীতে সবথেকে বেশী বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। তাদের স্বাভাবিক কাজ করতে ব্যহত হচ্ছে। অপরদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী চিকিৎসা নিচ্ছে।

চলতি শীতের মৌসুমে এখনো পর্যন্ত জেলার সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, তাপমাত্রার পারদ কিছুটা বাড়লে শীতল হাওয়া বয়ে যাওয়ায় শীতের মাত্রা বেশী অনুভূত হচ্ছে।

Exit mobile version