Site icon Jamuna Television

সাগরের তলদেশে বিছিন্ন মাইক্রোসফটের ফাইবার অপটিক ক্যাবল

লোহিত সাগরের তলদেশের প্রায় ১৪ লাখ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত, টেক জায়ান্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক ক্যাবল। বিশ্বজুড়ে যা ব্যবহৃত হয় বাণিজ্য, আর্থিক লেনদেন, স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবায়।

শনিবার সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবল। ক্ষতিগ্রস্থ হয়েছে
মাইক্রোসফটের ডেটা সংরক্ষনকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা। ব্যহত হয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ। বিবৃতিতে এই দুঃসবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট। বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বাদে খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি অন্যান্য দেশের সংযোগ। দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠবে তারা।

প্রাথমিকভাবে সাবমেরিন কেবলের এ বিচ্যুতিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করা হলেও এর দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয় বিদ্রোহী গোষ্ঠী।

দ্যা গার্ডিয়ানসহ ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে আড়ি পাতা ও হামাসের সম্ভাব্য অবস্থান নির্ণয়ে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং পরিষেবাটি ব্যবহার করা হয়। যদিও এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মাইক্রোসফট।

২০২৪ সালের শুরুর দিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুথিরা লোহিত সাগরে আন্ডারসি ক্যাবলে হামলা চালানোর পরিকল্পনা করছে। সেসময় কয়েকটি ক্যাবল বিচ্ছিন্নের ঘটনাও ঘটেছিল। কিন্তু সে যাত্রায় দায় আস্বীকার করেছিল হুতিরা।

/এটিএম

Exit mobile version