Site icon Jamuna Television

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লা নগরীর একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিয়াজুরির একটি ভাড়া বাসা থেকে তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিনের মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিতে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গতরাতে নিহত তাহমিনার ছেলে বাসায় এসে মা ও বোনকে ঘুমন্ত অবস্থায় পায়। ডাকাডাকির পরও সাড়া না মেলায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশে খবর দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নিহত দু’জনেরই শরীরে মৃদু আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে মৃত্যু হলো পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

/এএস

Exit mobile version