
৫ ঘণ্টা পর জয়পুরহাটে লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জানান, গতকাল রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পরে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাটের ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
স্টেশন মাস্টার আরও জানান, এরপর সোমবার সকালে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধার করা হয়। এরপর সকাল ৯টা থেকে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
/আরএইচ



Leave a reply