Site icon Jamuna Television

ডাকসু: ক্রীড়া সম্পাদক প্রার্থীকে শুভেচ্ছা জানালেন মিসবাহ-উল-হক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রচারণার শেষদিনে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি চমক নিয়ে আসেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক এক ভিডিও বার্তায় তাকিকে শুভকামনা জানান।

ভিডিওতে মিসবাহ বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা, আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। তিনি ঢাকা লিগ খেলা ও জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেওয়া একজন ক্রিকেটার। এ পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, আরেক প্রার্থী জহিন হোসেন জামিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

/এমএইচআর

Exit mobile version