Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন কাল, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফাইল ছবি

আগামীকাল সকাল ৮টা থেকে শুরু ডাকসু নির্বাচন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে।

তবে এই নির্বাচন ঘিরে কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি’র ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, আজ ভোর ৬টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এদিকে আজ রাত সাড়ে আটটা থেকে ১০ সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা। বৈধ পরিচয় পত্র দেখিয়েই প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। আজ থেকেই ক্যাম্পাসের ৮টি প্রবেশপথে বসানো হবে চেকপোস্ট।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬২ নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫, জিএস পদে ১, এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের নির্বাচনে ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

/এএস

Exit mobile version