
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটের বেশিরভাগ বাসের কাউন্টার বন্ধ রেখেছেন শ্রমিক-কর্মচারীরা। তবে অল্প কিছু বাস কাউন্টার খোলা রয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বেশ কয়েকটি বাস কোম্পানি তাদের নির্ধারিত যাত্রা বাতিল করে।
এদিকে, বাস কাউন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেককে বিকল্প পথে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
জানা গেছে, গতকাল রোববার রাতে দেশ ট্রাভেলসের কর্মচারীরা বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তাদের কাউন্টার বন্ধ করে দেয়। পরে তাদের সঙ্গে ন্যাশনাল ট্রাভেলস, হানিফ পরিবহনসহ আরও কয়েকটি বাস কোম্পানির কর্মচারীরা যোগ দেয়।
/আরএইচ



Leave a reply