Site icon Jamuna Television

জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫

পূর্ব জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত ও অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের উত্তরে রামত জংশনের একটি বাসস্টপে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও আল জাজিরা।

ইসরায়েলি পুলিশ জানায়, সোমবার রামত জংশনে একটি বাস স্টপে দুইজন বন্দুকধারী হামলা চালায়। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিহত করে। এ সময় হামলাকারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন ৫০ বছর বয়সী মহিলা এবং একই বয়সী এক পুরুষ রয়েছে। গুলিবিদ্ধ নয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাঁচজন নিহত হওয়ার পর ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মধ্যে সমস্ত চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে।

/আরএইচ

Exit mobile version