Site icon Jamuna Television

রুগ্ন ব্যাংকের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণ পরিস্থিতি জটিল করবে: ডা. মো. রেজাউল হক

রুগ্ন একটি ব্যাংকের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এতে সংকটের সুরাহা হবে না। বরং আরও জটিল হবে পরিস্থিতি। এমন দাবি করেছেন এসআইবিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. রেজাউল হক।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় অন্যের কাছে। মূলত তখন থেকেই সংকটের শুরু। আগের পর্ষদ ভেঙ্গে নতুন করে চারজন স্বতন্ত্র পরিচালক ও ১ জন উদ্যোক্তা পরিচালক নিয়োগ দেয় সরকার। আগের পর্ষদ ভেঙ্গে নতুন এই সিদ্ধান্ত ব্যাংকটিকে আরও দুর্দশাগ্রস্ত করেছে।

এতে আরও বলা হয়, পর্ষদে যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তারা সবাই অনভিজ্ঞ। প্রকৃত উদ্যোক্তাদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ দিতে হবে। এ সময় ব্যাংক একীভূত হলে আমানতকারীদের অর্থের সুরক্ষা হবে না বলেও জানান বক্তারা।

/এএইচএম

Exit mobile version