আইনের কাছে ব্যক্তি নয়, তার অপরাধই মুখ্য: অ্যাটর্নি জেনারেল

|

আইনের কাছে কোনো ব্যক্তি নয়, বরং তার অপরাধ এবং সেই অপরাধের ধরনই মুখ্য বিষয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫’ এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

চলমান মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম নিয়ে আসাদুজ্জামান বলেন, এই বিচার এমনভাবে পরিচালিত হচ্ছে, যেন ন্যায়বিচার নিশ্চিত হয়।

অপরদিকে, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, তাদের ১৭ বছরে ৭ শতাধিক মানুষ গুম হয়েছে। বিনা বিচারে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজার মানুষকে। মিথ্যা মামলা দিয়ে করা হয়েছে হয়রানি।

এ সময়, গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে বলেন, এই সময়ে কেউ গুম হয়নি, পুলিশ কারো বিরুদ্ধে গায়েবি মামলাও দেয়নি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply