এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে বাংলাদেশের মুকুল

|

এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তার সাথে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।

এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাতেই উঠে আসে তার নাম।

ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান।

এছাড়াও এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও।

১০ সেপ্টেম্বরে ভারত-সংযুক্ত আরব আমিরাত এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকং ম্যাচের দায়িত্ব পেয়েছেন গাজী সোহেল।

এছাড়া, গ্রুপ পর্বে হতে যাওয়া মোট ১২ ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply