Site icon Jamuna Television

বিষাক্ত মাশরুম খাওয়ানোর দায়ে তিন হত্যাকাণ্ড, যাবজ্জীবন সাজা অস্ট্রেলীয় নারীর

লাঞ্চে স্বামীর বাবা-মা-খালাকে বিষাক্ত মাশরুম মিশিয়ে গরুর মাংসের ওয়েলিংটন খাইয়ে হত্যা এবং এক অতিথিকে হত্যার চেষ্টার মামলায় অভিযুক্ত এরিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মেলবোর্নের সুপ্রিম কোর্ট। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এ তথ্য জানায়।

ভিক্টোরিয়া রাজ্যের মোরওয়েল শহরে অনুষ্ঠিত এই বিচারকার্যে প্রমাণে উঠে আসে—প্যাটারসন আশেপাশের এলাকা থেকে মারাত্মক বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম সংগ্রহ করেছিলেন এবং পরে পুলিশকে মিথ্যা বলে ও প্রমাণ নষ্ট করে অপরাধ গোপন করার চেষ্টা করেছিলেন।

তার আইনি দল দাবি করেছিল যে তিনি অনিচ্ছাকৃতভাবে বিষাক্ত মাশরুম সংগ্রহ করেছিলেন এবং প্রিয়জনদের অসুস্থ দেখে ‘আতঙ্কিত’ হয়ে মিথ্যা বলেছিলেন।

২০২৩ সালের ২৯ জুলাই সেই ভোজনের কয়েক দিন পর হাসপাতালে মারা যান প্যাটারসনের সাবেক শ্বশুর-শাশুড়ি ডন প্যাটারসন (৭০) ও গেইল প্যাটারসন (৭০), এবং গেইলের বোন হিদার উইলকিনসন (৬৬)। স্থানীয় পাদ্রি ইয়ান উইলকিনসন (হিদারের স্বামী) কয়েক সপ্তাহ চিকিৎসার পর বেঁচে যান।

প্যাটারসনের প্রাক্তন স্বামী সাইমন প্যাটারসনও ওই দুপুরের খাবারে আমন্ত্রিত ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আসেননি। তাকে হত্যার চেষ্টার অভিযোগও ছিল, তবে বিচারের আগেই তা প্রত্যাহার করা হয়। এই মামলা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হয়ে উঠেছিল।

অবশেষে অভিযুক্ত এরিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মেলবোর্নের সুপ্রিম কোর্ট।

/এআই

 

Exit mobile version