Site icon Jamuna Television

যুক্তরাজ্যকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়ন নেতার

যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) ডেপুটি জেনারেল সেক্রেটারি পল নোয়াক।

ব্রাইটনে এক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখতে গিয়ে নোয়াক বলেন,

‘গাজায় হাজারো অনাহারী সাধারণ মানুষ—খাবারের জন্য লাইনে দাঁড়ানো নারী ও শিশুরা নিহত হয়েছে। হাসপাতাল, ত্রাণকর্মী ও সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। এমনকি পরিষ্কার খাবার পানির খোঁজে যাওয়া শিশুদের ওপরও ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠনগুলো স্পষ্ট করে জানিয়েছে যে নেতানিয়াহুর সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে। এছাড়াও পল নোয়াক গাজাকে বর্ণনা করেছেন ‘বিশ্বকে লজ্জায় ফেলা এক মানবিক বিপর্যয়’ হিসেবে।

নোয়াক যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার, অস্ত্র সরবরাহের লাইসেন্স বাতিল করার, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version