Site icon Jamuna Television

‘চেষ্টা করো, ভয় পেয়ো না’—আত্মপ্রেরণার ওই বার্তাই জিতিয়েছে ইউএস ওপেন: আলকারাজ

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে ৬-২, ৩-৬, ৬-১ ও ৬-৪ সেট গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ। এই জয়ের পেছনের কারণ হিসেবে স্প্যানিশ তারকা বলেন, আত্মপ্রেরণার জন্য নিজের উদ্দেশ্যে একটি বার্তা লিখেছিলেন, আর সেই বার্তাটিই প্রেরণা হিসেবে কাজ করেছে এবং ফলাফল ইউএস ওপেন।

ইউএস ওপেনের আগে কার্লোস আলকারাজ একটি ছোট খাতার পেপারে একটি বার্তা লিখেন, সেখানে তিনি লিখেছেন, ‘চেষ্টা করো, ভয় পায়ো না’।

নিউইয়র্ক ফাইনালে যা আলকারাজ দেখিয়েছেন, তা জুলাইয়ের উইম্বলডন ফাইনালে হারের সময়ের আলকারাজের থেকে একেবারেই আলাদা। মানে তার পারফরমেন্সে দেখা যায় ব্যাপক পরিবর্তন। বিশেষকরে, বেক হ্যান্ড শট, প্রতিপক্ষকে অনবরত চাপে রাখা; সব দিক থেকেই ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন প্লেয়ারের মতোই খেলেছেন তিনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির স্পোর্টস জার্নালিস্ট ববি জ্যাকসন।

২২ বছর বয়সী আলকারাজ বলেন, উইম্বলডনে হারের পর বাসায় গিয়ে বারবনার খেলার ভিডিও দেখেছেন, বুঝেছি সিনারকে পরাস্ত করতে কী কী পরিবর্তন দরকার। সেগুলো করেছি এবং সফল হয়েছি।

উল্লেখ্য, উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছেই আলকারাজ হেরেছিলেন মাস দুয়েক আগে। সেই প্রতিশোধ নিয়ে থামিয়ে দিলেন হার্ড কোর্ট গ্র্যান্ড স্লামে সিনারের টানা ২৭ ম্যাচের জয়যাত্রা।

ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ম্যাচটি ঘিরে ছিল কঠোর নিরাপত্তা।

সূত্র: বিবিসি স্পোর্টস।

/এআই

Exit mobile version