Site icon Jamuna Television

স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা

একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা এলো। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ২৬০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। তাতে এই ধাতুর দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।

এই ধাতুর দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

/এমএন

Exit mobile version