Site icon Jamuna Television

পরীক্ষায় শতভাগ কার্যকর রাশিয়ার নতুন ক্যান্সার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’

রাশিয়ার নতুন ক্যান্সার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ প্রথম ট্রায়াল পরীক্ষায় ১০০% কার্যকারিতা ও নিরাপত্তা প্রদর্শন করেছে। এই ভ্যাকসিনটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যা ‘কোভিড-১৯’ ভ্যাকসিনের মতোই।

ক্যান্সার ভ্যাকসিনটি কাস্টমাইজড ইমিউনোথেরাপি হিসেবে কাজ করে, যেখানে প্রতিটি ডোজ রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি করা হয়।

প্রাথমিক পর্যায়ের এই ট্রায়ালে ৪৮ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। টিউমার সঙ্কুচিত হওয়ার পাশাপাশি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এই গবেষণাটি রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং এঙ্গেলহার্ড ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজি যৌথভাবে পরিচালনা করেছে।

এন্টারোমিক্সের প্রথম লক্ষ্য ছিল ‘কলোরেকটাল ক্যান্সার’, যা বিশ্বব্যাপী ক্যান্সারের অন্যতম প্রধান ধরন। এই ভ্যাকসিনের সফলতা ক্যান্সার চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হতে পারে, যদি পরবর্তী বৃহত্তর ট্রায়ালগুলোতে এর কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণিত হয়।

বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষকরে, ভারতের মতো দেশে, যেখানে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক এবং চিকিৎসায় বৈষম্য রয়েছে, সেখানে এ ধরনের উন্নতি চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে।

তবে, এই ভ্যাকসিনের বাস্তবায়ন ও বিস্তারের জন্য যথাযথ নিয়ন্ত্রণ, অবকাঠামো এবং সাশ্রয়ী মূল্যের প্রয়োজন হবে। এছাড়া, পার্সোনালাইজড এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য জিনগত প্রোফাইলিং এবং কোল্ড-চেইন স্টোরেজের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এই ভ্যাকসিনের সফল বাস্তবায়ন ক্যান্সার চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস নাউ, টাইমস অব ইন্ডিয়া।

/এআই

Exit mobile version