Site icon Jamuna Television

যেভাবে দিতে হবে ডাকসুর ভোট

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণ করা হবে ক্যাম্পাসের নির্ধারিত আট কেন্দ্রে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

ভোট দেয়ার বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ব্যালট পেপারে ভোটদানের ক্ষেত্রে সতর্কতা বিষয়ক একটি বার্তা দিয়েছেন।

এতে বলা হয়, পছন্দের প্রার্থীর নামের পাশের চারকোণা ঘরে নির্ধারিত কালো কালির কলম দিয়ে গাঢ় করে ক্রস চিহ্ন দিতে হবে। ক্রস চিহ্ন যাতে বক্সের কোনাগুলো স্পর্শ করে ।

এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

/এআই/আরএইচ

Exit mobile version