Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন: ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই সবগুলো কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেকে এমন আছেন যারা আগে কখনও ভোট দেননি। তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করলেও তাদের মধ্যে বিরক্তির ছাপ দেখা যায়নি।

এক শিক্ষার্থী জানান, কাল সারারাত ঘুমাননি তিনি। ভোরের দিকে কেন্দ্রে এসেছেন। সবার আগে লাইনে দাঁড়িয়েছেন। জীবনের প্রথম ভোট দিয়ে তিনি খুব আনন্দিত।

অনেকেই জানিয়েছেন ডাকসুর এই ভোট শুধু প্রার্থী বাছাই নয়, বরং আনন্দ-উৎসবের মতো। শিক্ষার্থীরা ভোট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও অভিজ্ঞতাও ভাগাভাগি করছেন। তারা মনে করছেন এখান থেকেই নির্বাচিত হবে আগামীর নেতৃত্ব। তাই তারা নিজেরা বিবেচনা করে ভোট দিচ্ছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেবেন শিক্ষার্থীরা। 

/এএস

Exit mobile version