ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ স্থানীয়দের

|

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও যশোর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। সেইসাথে, মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধরা। এতে ভাঙ্গা হয়ে ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকে পড়েছে বহু যানবাহন। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া কৈডুবি সদরদী এলাকায় বেনাপোল-ঢাকা রেলপথও অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। এ সময়, হামিরদী ও আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্থাৎ, ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে। এর পরেই ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply