Site icon Jamuna Television

১৯৭৩ সালের চেয়েও কুৎসিত এবারের নির্বাচন: রিজভী

১৯৭৩ সালের নির্বাচনের চাইতেও কুৎসিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার মানুষের ভোটে শেখ হাসিনা জেতেনি, জিতেছে গায়েবী ভোটে।

আজ বুুধবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

রিজভী বলেন, নৌকায় ভোট না দেয়ায় ক্ষমতাসীন কর্মীদের হাতে নোয়াখালীর গৃহবধুকে গণধর্ষর্ণের ঘটনা পাকিস্তানী হানাদার বাহিনীর অত্যাচার চাইতেও ভয়াবহ।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ভোটের আগের দিন রাতেই ভোট ডাকাতি করেছে। শেখ হাসিনা কখনোই ভোটের মাধ্যমে সরকারে আসেনি, এবারও তাই হয়েছে।

এসময় সারাদেশে নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলা এখনো চলছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। অবিলম্বে এসব হামলা বন্ধের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version