Site icon Jamuna Television

এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়: কাদের সিদ্দিকী

৩০ ডিসেম্বরের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে কলংকিত অধ্যায় বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী।

আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

কাদের সিদ্দিকী বলেন, এই সরকার সন্ত্রাসী আর প্রশাসনের মাধ্যমে ভোট ডাকাতি করেছে। এর মধ্য দিয়ে ভোটারদের সাথে প্রহসন করলো আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার নতুন করে মহাসংকটে পড়লো। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিভিন্ন দল অংশ নেয়। কিন্তু আইন ও সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রহসনের নির্বাচন করেছে সরকার।

দেশের মানুষের স্বার্থে নতুন করে নির্বাচন দিতে কমিশনের প্রতি আহ্বান জানান কাদের সিদ্দিকী।

Exit mobile version