লন্ডনে অরিজিৎ সিংয়ের কনসার্টে হঠাৎ বিদ্যুৎ কেটে দিল কর্তৃপক্ষ

|

লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) কনসার্ট করেন ভারতের শীর্ষ গায়ক অরিজিৎ সিং। তবে ওই কনসার্ট চলাকালীন হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে অরিজিৎের ভক্তরা।

স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বলে অভিযোগ।

‘সইয়ারা’, ‘ঝুমে জো পাঠান’ থেকে শুরু করে অসংখ্য গান পরিবেশন করেন অরিজিৎ। প্রতিটি গানেই মুগ্ধ হয়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করেন।

জানা গিয়েছে, অরিজিতের এই কনসার্ট রাত সাড়ে দশটা-এ নির্ধারিত সময় অতিক্রম করায় কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। 

অরিজিৎ যখন ব্রহ্মাস্ত্র সিনেমার ‘দেবা দেবা’ গানটি পরিবেশন করছিলেন, ঠিক তখনই শব্দ বন্ধ হয়ে যায়। যার ফলে তিনি দর্শকের কাছ থেকে বিদায় নেয়া তো দূরের কথা, চলতি গানটা পর্যন্ত শেষ করতে পারেননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply