Site icon Jamuna Television

নিয়ম ভাঙেননি আবিদ, আচরণবিধি অনুযায়ী প্রার্থী ভোট কেন্দ্রে যেতে পারেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আচরণবিধি লঙ্ঘন করেছেন— এ নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর করা অভিযোগ এবং নানা গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য সঠিক নয়।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন। নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

এর আগে, আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোট কেন্দ্রে ঢুকেছেন তিনি।

প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ নেই— ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকের বরাতে এ নিয়ে একটি সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছিল। যেখানে বলা হয়েছিল আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করে নিয়ম ভেঙেছেন।

দৈনিকটি ইতোমধ্যে তাদের প্রতিবেদনের সংশোধনী দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছে।

সংশোধন করে প্রকাশিত খবরটি শেয়ার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে লিখেছেন, আশা করি মিডিয়া ট্রায়াল বন্ধ হবে ও সত্যের বিজয় হবে।

এদিকে, দুপুরে প্রেস ব্রিফিংয়ে আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেয়া হচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র।

/এমএন

Exit mobile version