Site icon Jamuna Television

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, দেশে ফেরা অনিশ্চিত জামালদের

‘জেন-জি’ তরুণদের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। বিক্ষোভে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সেজন্য আজ দেশে ফেরা অনিশ্চিত জামাল ভূঁইয়াদের।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় আজ দুপুর ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তার সবুজ সংকেত না পেয়ে হোটেল থেকেই বের হতে পারেনি বাংলাদেশ ফুটবল দল।

‘জেন-জি’দের আন্দোলনে বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে কাঠমান্ডু। সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত আন্দোলনে ১৯ জন নিহত হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় ম্যাচটি বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর সারা দেশে বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করতে থাকলে ম্যাচ বাতিল করে নেপাল। তাই একদিন আগেই দেশে ফিরতে চেয়েছিল জামাল-রাকিবরা।

/এএম

Exit mobile version